Personal Philosophy (Bengali)

September 05, 2011

রাষ্ট্র, তোমার ভিত্তি ভয়ের। তুমি অভয় দেবে কীভাবে?

April 16, 2011

আমি আমার আমিকে এসেছি ফেলে ঢাকার আস্তাকুঁড়ে।

April 28, 2011

‘চাকরি’ শব্দটার ভেতর যে এমন ব্যাপক ভাবে ‘চাকর’ শব্দ ও তার ভাব ঢুকে আছে তা তো আগে খেয়াল করিনি!

June 25, 2011

অনেক বিস্তৃতির পর যে স্থিতি তাহাই স্থির

Date unknown, 2011

অনেকে প্রশ্ন করিয়া থাকেনঃ বিদেশে পড়িবার সার্থকতা কোথায়? সে কি ডিগ্রি অর্জনে, না মোটা মাইনের চাকুরী লাভে? আমি বলিব, বিদেশ গমনের সার্থকতা নিজেকে জানিবার মধ্যে। ভিনদেশে ঘুরিয়া, ভিন-মানুষের সাথে মিশিয়া, ভিন্ন জীবন ও সংস্কৃতির স্বাদ লইয়া, ও সর্বোপরি, একা একা থাকিয়া নিজেকে যতোটা চিনিতে পারা যায় তাহা আর কিছুতে সম্ভব নহে। কূপের মধ্যে যে মণ্ডূক থাকে সে যদি কূপ ছাড়িয়া বাহির না হয় তো জগৎ চিনিবে কেমনে? গাগরীর ভেতর যে চাহিয়া রয় সে মাথা না তুলিলে দিগন্তের অর্থ বুজিবে কি করিয়া ? শুধু ভ্রমনের মাধ্যমে এই আত্মউপলব্ধি আসা কঠিন, তাহার জন্য কিছুদিন বিদেশের মাটিতে থিতু হইয়া থাকা চাই, তবেই দৃষ্টিভঙ্গির এই সম্প্রসারন সম্ভব। আসলে বিদেশ গমনের সবচাইতে বড় পাওয়া হইল এই চিন্তাধারার পরিবর্তন। সে পরিবর্তন যদিবা একবার অর্জন করা যায়, অতঃপর যেইখানেই গিয়া যাহাই করা হউকনা কেন, উদ্দেশ্য সফল হইয়াছে ধরিয়া লওয়া যায়।

Date unknown, 2011

সোনার হরিণ, সোনার মানুষ, সোনার শহর, সোনার কেল্লা, সোনার পাথরবাটি, সোনার দোয়াত-কলম, সোনার বাংলা– সবই মিথ। সেই সব মিথ এর পিছনেই প্রতিনিয়ত ছুটি আমারা!

August 27, 2011

মাঝে মাঝে মুক্তির আনন্দ বন্দীর থেকে মুক্তিদাতার মনে বড় হয়ে ধরা দেয়।

Date unknown, 2011

ভালোবাসার মর্যাদা দিতে না জানলে ভালোবাসা পাওয়া যায় না।

Date unknown, 2011

হাল্কা বরষায় গাছের তলে পথিক-আশ্রয়প্রার্থী দাড়ালে বৃক্ষ ছায়া দেয়, কিন্তু মুষল-ধারে হলে কোনো মহীরুহুই বাচাতে পারেনা।

Date unknown, 2011

পর কখনো হয় কি আপন?

July 15, 2011

আমি এখনো স্বপ্ন দেখি – এই মোর পরিচয়।

Date unknown, 2012

এসিড বৃষ্টি হলে সবাইকেই পুড়তে হবে ।

 

 

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s